BREAKING NEWS একযোগে জোড়াফুল ছেড়ে পদ্মফুল শিবিরে : রাজ‍্য রাজনীতিতে নয়া সমীকরণ

30th January 2021 9:45 pm রাজ‍্য
BREAKING NEWS  একযোগে জোড়াফুল ছেড়ে পদ্মফুল শিবিরে : রাজ‍্য রাজনীতিতে নয়া সমীকরণ


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) : গুরুত্বপূর্ণ ব‍্যক্তিদের জন‍্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ ! বিশেষ প্লেন পাঠিয়ে কলকাতা থেকে উড়িয়ে নিয়ে যাওয়া দিল্লিতে । কাল বিলম্ব না করে পদ্ম শিবিরে যোগ দিলেন ৫ জন  তৃণমূলের নেতা নেত্রীরা । তালিকায় রয়েছেন রাজীব বন্দ‍্যোপাধ‍্যায় , বৈশালী ডালমিয়া , প্রবীর ঘোষাল , রথীন চক্রবর্তী , পার্থসারথী চট্টোপাধ্যায় । এছাড়াও রয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ । দিল্লিতে অমিত শাহ এর বাড়িতে উপস্থিত হয়ে প্রায় ৪৫ মিনিট গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন সকলে । রাজ‍্যের নানা বিষয়ে মূলত‌ঃ আইনশৃঙ্খলার বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী র সাথে নিজেদের কথা বলেন রাজ‍্যের শাসকদলের প্রাক্তন নেতা নেত্রীরা । তারপরেই একযোগে তারা যোগ দিলেন পদ্ম শিবিরে । আগামীকাল হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে রয়েছে মেগা যোগদান মেলা । আগামীকাল আরো বহু তৃণমূল শিবিরের লোকজন যোগ দিতে পারেন বিজেপি শিবিরে বলে খবর । তবে কারা কারা সে বিষয়ে স্পষ্ট করে জানা যায় নি । একসাথে একঝাঁক নেতা নেত্রীর দলবদলে নতুন সমীকরণ । যদিও বিষয়টিতে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল । কে এল কে গেল তা নিয়ে কিছু ভাবার নেই । উন্নয়নের নিরিখেই মানুষ মমতা ব‍্যানার্জী কে ফের ভোটে জয়ী করবেন বলে তৃণমূল নেতৃত্বের দাবী । 





Others News

বাংলা সাহিত‍্য জগতে ফের নক্ষত্র পতন : চলে গেলেন বুদ্ধদেব গুহ

বাংলা সাহিত‍্য জগতে ফের নক্ষত্র পতন : চলে গেলেন বুদ্ধদেব গুহ


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) : আবারো নক্ষত্র পতন বাংলা সাহিত‍্য জগতে । দীর্ঘ রোগভোগের পর প্রয়াত হলেন প্রখ‍্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহ । মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর । গতকাল গভীর রাতে একটি বেসরকারী চিকিৎসাকেন্দ্রে প্রয়াত হন তিনি । বুদ্ধদেব গুহ'র প্রয়াণে শোকস্তব্ধ বাংলার সাহিত‍্য জগৎ । শোক প্রকাশ করেছেন বহুজন । চলতি বছরের এপ্রিল মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি । সেই যুদ্ধ জয় করে ফিরলেও অবশেষে হার মানতেই হল । হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন প্রখ‍্যাত সাহিত‍্যিক বলে হাসপাতাল সুত্রে খবর । " জঙ্গলমহল" , " মাধুকরী" , " কোজাগর" , বাবলি সহ একাধিক উপন‍্যাস এর স্রষ্টা চলে গেলেন না ফেরার দেশে । ১৯৭৭ সালে আনন্দ পুরস্কারে সম্মানিত হন তিনি । লেখার পাশাপাশি ভালো গান ও গাইতে পারতেন বুদ্ধদেববাবু ।